Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পপুলার ডায়াগনষ্টিকের কর্মকর্তা করোনায় আক্রান্ত


ইউএনভি ডেস্ক:

পপুলার ডায়াগনষ্টিক সেন্টার লিমিটেডের রাজশাহী শাখার ব্যবস্থাপক ফরিদ মো. শামীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। এ দিন মোট চারজনের করোনা শনাক্ত হয়েছে।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার তাদের ল্যাবে দুই শিফটে ১৮৮টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। এর মধ্যে ১৭১টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে চারজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

এদের মধ্যে একজন পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপক ফরিদ মো. শামীম। অন্য তিনজনের মধ্যে দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। আর একজনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, পপুলারের ব্যবস্থাপক অনেক চিকিৎসকের সংস্পর্শে এসেছেন। এটা চিন্তার বিষয়। প্রশাসন পপুলার ডায়াগনষ্টিক সেন্টার লকডাউন করবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেও নমুনা পরীক্ষা চলছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেখানকার রিপোর্ট পাওয়া যায়নি।

রাজশাহী জেলায় এ পর্যন্ত ৪৮ জন করোনা রোগী শনাক্ত হলেন। এদের মধ্যে দুইজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন। রাজশাহী মহানগরীতে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ালো।

আরও পড়তে পারেন  পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিরাপত্তাকর্মীসহ চারজন সংক্রমিত


Exit mobile version