পবিত্র আশুরা উপলক্ষে আরএমপি’র বিশেষ নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক:

পবিত্র আশুরা আগামীকাল। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার এই দিনটি ধর্মীয়ভাবে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।  মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে এ দিনটি বিশেষ পবিত্র দিবস। এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ’র পক্ষ থেকে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া শোক মিছিলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

আশুরা উপলক্ষে বিশেষ  নির্দেশনা দিয়েছে আরএমপি। এ নির্দেশনা  গুলি জনসাধারণকে মেনে চলার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। নির্দেশনার গুলির মধ্যে রয়েছে

  •  আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলসমূহ নির্ধারিত স্থান হতে ট্রাফিক পুলিশের নির্দেশিত রুটে চলাচলের করা ।
  •  তাজিয়া মিছিলে অংশগ্রহণকরীরা কোন ধরণের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য/দাহ্য পদার্থ, পটকা, আঁতশবাজি ইত্যাদি বহন ও ব্যবহার থেকে বিরত থাকা।
  • তাজিয়া মিছিলে বহনকারী নিশানে ব্যবহারিত লাঠিসমূহের দৈর্ঘ্য কোনক্রমে ১২ ফুটের উর্দ্ধে  না  হওয়া।
  • মিছিলকারীরা বড় ছোরা, বর্শা, চাবুক/চাকু ইত্যাদি বহন করতে পরবে না এবং মিছিলে অংশগ্রহণকারীরা নিজেরা নিজেদের শরীরে রক্তপাত ঘটানোর মত কর্মকান্ড হতে বিরত থাকা।
  • মিছিল উৎপত্তিস্থল হতে শুরু হওয়ার পর পথিমধ্যে ছোট ছোট গলি থেকে গ্রুপ আকারে অন্য কেউ অংশগ্রহণ না করা।
  • প্রতিটি তাজিয়া মিছিলের অগ্রভাগে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং প্রত্যেক স্বেচ্ছাসেবকের গলায় পরিচয় পত্র স্বরুপ কার্ড ঝুলানো।
  • নির্ধারিত সময়ের পূর্বে এবং পরে অন্য কোথাও সমবেত হওয়া  না হওয়া।
  • মিছিলে অংশ্রগহণকারীরা মুখ আবৃত করে/মুখোশ জাতীয় কোন কিছু ব্যবহার না করা।
  • তাজিয়া মিছিলসমূহ দিনের আলোয় অর্থাৎ সন্ধার পূর্বেই শেষ করা।
  • তাজিয়া মিছিলে কোন ধরণের সন্দেহ ভাজন উপস্থিতি লক্ষ্য করা গেলে নিকটস্থ পুলিশকে করা।
  • হিজাব বা বোরখা পরলেও সমস্ত মুখোমন্ডল খোলা রাখা।

প্রয়োজনে রাজশাহী মহানগরীর পুলিশের সহায়তার জন্য আরএমপি পুলিশ কন্ট্রোল রুমের ফোন নং-০৭২১-৭৬০১৭০, মোবাঃ ০১৭৬৯-৬৯০৫১৬ এবং ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


শর্টলিংকঃ