Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পহেলা অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন প্রবাসীরা


ইউএনভি ডেস্ক:

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে দেশে আটকে থাকা প্রবাসীরা কোনো ধরনের বাধা ছাড়াই আগামী ১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান পরষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। খবর ইউএনবির

মন্ত্রী বলেন, ‘আজকে একটু আগে আরেকটা গুড নিউজ পেলাম। ওমানে আমাদের যারা এখানে আটকা পড়েছেন, তারা নিশ্চিন্তে যেতে পারবেন। ওমান সরকার আমাদের জানিয়েছে, যতো বাংলাদেশি এখানে আটকে পড়েছেন, যারা ওমানে যেতে চান, তারা কোনো বাধা ছাড়াই যেতে পারবেন এবং আগামী ১ অক্টোবর থেকেই যেতে পারবেন।’

তবে ওমান যেতে হলে বৈধ ওমানি রেসিডেন্ট আইডি, বৈধ পাসপোর্ট, কোভিড ১৯ পিসিআর টেস্ট এবং ওমানে পৌঁছার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্বের জবাবে ড. মোমেন বলেন, ‘যে কোনো এয়ারলাইন্স, যেটাই ওমানে যায়, সেটা দিয়েই (প্রবাসীরা) যেতে পারবেন।’


Exit mobile version