পাঁচ বছরে ১৭’শ কোটি বিনিয়োগ করতে চায় কোকাকোলা


আগামী ৫ বছরে ২০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কোকাকোলা। একইসঙ্গে কোকাকোলা বাংলাদেশে বিনিয়োগের বিনিময়ে নানা ধরনের কর অবকাশ সুবিধা চান।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সচিবালয়ে অর্থমন্ত্রীর সংঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেছেন কোকাকোলা কোম্পানীর প্রেসিডেন্ট ও প্রধান অপারেটিং অফিসার ব্রেইন জন স্মিথ।

বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কোকাকোলা প্রেসিডেন্টকে কর সুবিধা পেতে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পরামর্শ দিয়ে বলেন, কোকোকোলা বাংলাদেশে নতুন পণ্য উৎপাদন করলে কিংবা স্পেশাল ইকনোমিক জোনে বিনিয়োগ করেও নানা সুবিধা পেতে পারে।

অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ক্রমাগতভাবে অর্থনৈতিক খাতে উন্নতি সাধন করে চলেছে। চলতি অর্থবছরেই আমরা ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছি, যা ২০২৪ সাল নাগাদ দাঁড়াবে ১০ শতাংশ এবং সেটা অব্যাহত থাকবে। বিশ্বে যে কয়েকটি দেশের রপ্তানি আয় খুব দ্রুত বাড়ছে তার মধ্যে বাংলাদেশ একটি। গড় হিসাবে এক দশক ধরে দেশের রপ্তানি আয়ে দুই অঙ্কের প্রবৃদ্ধি হচ্ছে।


শর্টলিংকঃ