Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাঁচ মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফল!


ইউএনভি ডেস্ক:

কোনো ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত হলে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে তা শনাক্ত করা সম্ভব হবে।-খবর এনডিটিভির

শুক্রবার এক বিবৃতিতে অ্যাবোট ল্যাবরেটরিজ এক বিবৃতিতে জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের জন্য পরীক্ষা পদ্ধতি আবিষ্কারে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন তাদের জরুরিভিত্তিতে অনুমোদন দিয়েছে।

এই পরীক্ষাটি একটি ছোট বৈদ্যুতিক যন্ত্র বা টোস্টারের আকারের। আণবিক প্রযুক্তির ক্ষেত্রে এটি ব্যবহার করা হবে।তবে করোনাভাইরাসে কেউ আক্রান্ত না হলে পরবর্তী ১৩ মিনিটের মধ্যে সেই ফল পাওয়া যাবে।

ল্যাবরেটরির সভাপতি ও প্রধান পরিচালন কর্মকর্তা রবার্ট ফোর্ড বলেন, করোনাভাইরাস ঠেকাতে আমাদের বিভিন্নমুখী লড়াই চালিয়ে যেতে হবে। এই আণবিক পরীক্ষার ফল পেতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। কাজেই ভাইরাস শনাক্তকরণে এই পরীক্ষা আমাদের জন্য একটি সমাধান দেবে।

তিনি বলেন, পরীক্ষাটির আকার ছোট হওয়ায় আক্রান্ত এলাকাগুলোতে হাসপাতালের চার দেয়ালের বাইরেও এটি নিয়ে যাওয়া যাবে।


Exit mobile version