পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বৃদ্ধি স্থিতিশীল রয়েছে


পাবনা প্রতিনিধি,

পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধির পরিমান বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক জানান, উজানে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় গত কয়েকদিন ধরে পদ্মানদীর পানি বাড়তে শুরু করেছে। পাকশি হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে আজ বিপদ সীমার ৮ সেন্টিমিটার উপরদিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত সন্ধা থেকে আজ ভোর পর্যন্ত পানি বৃদ্ধি স্থিতিশীল অবস্থায় রয়েছে।

এদিকে পদ্মায় পানি বৃদ্ধির পাওয়ায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে নিচু এলাকার চরাঞ্চলে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ। ডুবে গেছে শীতকালীন সবজি সহ বিভিন্ন ফসল। মানবেতর জীবনযাপন করছে মানুষ।


শর্টলিংকঃ