Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাকিস্তানের মাটিতে উড়ল ভারতীয় পতাকা


কাশ্মীর ইস্যুতে পাক-ভারতের মধ্যে এমন টানটান উত্তেজনাতেও পাকিস্তানের মাটিতে উড়ল ভারতীয় পতাকা।গতকাল (শুক্রবার) দেশটিতে পালিত হলো ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস। সে কারণেই ওড়ানো হলো ভারতের জাতীয় পতাকা।

গতকাল ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার অনুপস্থিতিতে পতাকা উত্তোলন করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গৌরব আলুওয়ালিয়া। এর পর ভারতের রাষ্ট্রপতির বার্তা পড়ে শোনান তিনি।

স্বাধীনতা দিবস পালনের সেই ছবি টুইট করেছে ভারতীয় হাইকমিশন। ছবিতে প্রায় ৫০ জনকে ভারতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। সেখানে দেখা গেছে শিশুদেরকেও দেখা গেছে।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ১৩ জন কর্মকর্তা তাদের পরিবার নিয়ে দেশে ফিরে গেছেন।

পাকিস্তানের এই দাবি অস্বীকার করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানান, ঈদের ছুটিতে কয়েকজন তাদের বাড়ি গিয়েছেন মাত্র।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দিয়ে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় ভারতীয় সরকার।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে বহিষ্কার করে পাকিস্তান। সে সময় অজয় বিসারিয়া বলেছিলেন, ভারতের পতাকা হাইকমিশনের অফিসে উড়বেই।

গতকাল তার অনুপস্থিতিতেই ভারতীয় পতাকা উত্তোলনসহ দেশটির ৭৩ তম স্বাধীনতা দিবস পালন করল ইসলামাবাদে ভারতীয় ভারতীয় দূতাবাস।


Exit mobile version