পাকিস্তানে কোহলির চেয়ে ভালো ব্যাটসম্যান পড়ে আছে: রাজ্জাক


ইউএনভি ডেস্ক:

ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি প্রসঙ্গে অজি ক্রিকেটার স্টিভ স্মিথ বলেছেন, ক্রিকেটে রানের যত রেকর্ড আছে তার অধিকাংশই কোহলি ভেঙে ফেলবেন।

 পাকিস্তানে কোহলির চেয়ে ভালো ব্যাটসম্যান পড়ে আছে: রাজ্জাক

স্মিথের মতো সাবেক ও বর্তমানের অনেক তারকাই কোহলির বন্দনা করেছেন।কিন্তু এই স্রোতের ঠিক উল্টো পথে গেলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক।তিনি বলেছেন, ‘কোহলির চেয়েও অনেক ভালো ব্যাটসম্যান পাকিস্তানে পড়ে আছে। ’

কোহলিকে জড়িয়ে রাজ্জাকের এমন মন্তব্য ক্রিকেটবিশ্বকে একটু নাড়িয়েই দিল।অনেকে অবশ্য রাজ্জাকের এমন মন্তব্যে চমকে যাননি। কেননা গত কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে যাচ্ছেন রাজ্জাক।সম্প্রতি ভারতীয় বোলার যশপ্রীত বুমরাহকেও কটাক্ষ করেছেন রাজ্জাক। আইসিসি র্যাং কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখা বুমরাহকে সাধারণ বোলার মনে হয়েছে রাজ্জাকের। বুমরাহকে খেলতে এতো ভয় পাওয়ার কিছু নেই বলে জানান তিনি।

শুধু ভারতীয় ক্রিকেটারদেরই নয়; বিগ বাজেটের জমজমাট ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল থেকে পাকিস্তান সুপার লিগ ভালো বলে মন্তব্য করেন রাজ্জাক।এসব মন্তব্য করে যখন ভারতীয় সমর্থকদের কাছে সমালোচিত হচ্ছেন রাজ্জাক তখনই কোহলিকে নিয়ে তার এমন বক্তব্য সেই সমালোচনার আগুনে ঘি ঢালল।

সম্প্রতি পাকপ্যাসন ডট নেটের সঙ্গে কথোপকথনে কোহলির প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, ‘ভারত অধিনায়ক কোহলি ভালো খেলে সন্দেহ নেই। কিন্তু পাকিস্তানে এমন অনেক ব্যাটসম্যান আছে যারা তার চেয়ে বহুগুণে এগিয়ে। আমি যদিও বিশ্বাস করি পাকিস্তানে এমন অনেক খেলোয়াড় আছেন যারা বিরাট কোহলির চেয়েও ভালো হতে পারবে।’

তবে কেন কোহলির মতো ক্রিকেটারের দেখা মিলছে না পাক দলে?এমন প্রশ্নের জবাবেও কোহলিকে কিঞ্চিত খাটো করলেন রাজ্জাক।তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) যেভাবে কোহলিকে সমর্থন দেয় তা পাকিস্তানের কোনো ক্রিকেটারকে পিসিবি দেয় না। যে কোনো খেলোয়াড়ের ভালো করার জন্য এটা খুব জরুরি। সেক্ষেত্রে কোহলি এ সময়ের ভাগ্যবান ক্রিকেটারদের একজন।’

রাজ্জাক বলেন, ‘বিসিসিআই কোহলির পাশে দাঁড়িয়ে তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তার ত্রুটিগুলো সেভাবে না ধরে বোর্ড তাকে অনেক সম্মান দেয়। তার ওপর পূর্ণ আস্থা রেখেছে তারা। বোর্ডের এই সমর্থন ও সম্মান কোহলিকে সব সময় ভালো করার অনুপ্রেরণা দেয়। আর বোর্ডের অনুপ্রেরণার প্রতিদান কোহলি তার প্রতিভা আর পারফরম্যান্স দিয়ে ফিরিয়ে দিচ্ছে। এমন অনুপ্রেরণা পাকিস্তানের ক্রিকেটাররা পায় না বললেই চলে।’

পাক ক্রিকেটাররা অবহেলিত মন্তব্য করে রাজ্জাক বলেন, ‘পাকিস্তানে খেলোয়াড় নির্বাচন পদ্ধতিতে ভালো ক্রিকেটাররা অবহেলিত। এটাই দুঃখের বিষয়। অনেক ভালো ক্রিকেটার এভাবেই ঝড়ে যায় পাকিস্তানে। ’


শর্টলিংকঃ