পাটকল শ্রমিকদের ১১ দফার সাথে ইবি ছাত্র মৈত্রীর একাত্মতা ঘোষণা


ইবি প্রতিনিধি:

আন্দোলনরত পাটকল শ্রমিকদের ১১ দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র মৈত্রী। খুলনায় অনশনরত পাটকল শ্রমিক আব্দুর সাত্তারের মৃত্যুর বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন থেকে তারা এ ঘোষণা দেয়। এছাড়াও মানববন্ধন থেকে অনশনরত পাটকলশ্রমিকের মৃত্যুর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এ ঘটনার বিচার দাবি করেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের সদস্যরা ‘পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি মানতে হবে’, ‘কেউ খাবে কেউ খাবেনা, তা হবেনা, তা হবেনা’, ‘শ্রমিক ভাই মরলো কেন, রাষ্ট্র জবাব চাই’, ‘আব্দুর সাত্তারের মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে’ এরকম বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি আব্দুর রউফের নেতৃত্বে এসময় সাবেক সহ-সভাপতি আরিফুজ্জামান আরিফ, সহ-সভাপতি শামিমুল ইসলাম সুমন, আরিফুল ইসলাম, মোর্শেদ, সাগর, রুম্মান, রিপন, মোতালেব, অজয়সহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জিকে সাদিক।

মানবনন্ধনে বক্তারা বলেন, ‘পাটকল শ্রমিকেরা যে পরিমানে পরিশ্রম করছে তার নায্য মজুরি তারা পাচ্ছে না। গতকাল মজুরীর দাবিতে অনশনরত এক শ্রমিক মৃত্যুবরণ করেছে। এ দায়ভার কে নেবে?’ এই রাষ্ট্রের টাকা আসে আসে কৃষক, শ্রমিক দিনমজুরের থেকে। মেহনতি শ্রমিকদের নায্য পারিশ্রমিকের জন্য জীবন দিতে হচ্ছে। এ খুনের দায় রাষ্ট্রকে নিতে হবে।


শর্টলিংকঃ