দাবি আদায়ে পাটকল শ্রমিকদের ৭২ ঘন্টার ধর্মঘট


নিজস্ব প্রতিবেদক : 

মজুরী কমিশন বাস্তবায়নসহ নিয়মিত বেতন-ভাতা পরিশোধের দাবিতে সারাদেশের মতো রাজশাহীতেও পাটকল শ্রমিকদের পূর্ব ঘোষিত তিন দিনের ধর্মঘট শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে রাজশাহী জুট মিলের সামনের সড়কের ধারে তারা একত্রিত হয়ে বিক্ষোভ করে ও সাড়ে ১০টা থেকে ১০টা ৪০ পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখে।


এদিকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করার কথা থাকলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রাজশাহীতে আন্দোলনরত শ্রমিকরা তাদের পূর্বঘোষিত ধর্মঘটের কর্মসূচির সময় পিছিয়েছে ১০টা থেকে শুরু করে।
১০টার পর কাটাখালীতে অবস্থিত রাজশাহী জুট মিলস এর প্রধান ফটকের সামনের সড়কে আন্দোলনকারী শ্রমিকরা লাঠি ও লাল পতাকা হাতে জড়ো হয়ে বিক্ষোভ করতে শুরু করে। পরবর্তীতে সাড়ে দশটায় তারা জুট মিলের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী দশটা চল্লিশে সড়ক অবরোধ তুলে নেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগামীকাল আবারো তারা বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্য দিয়ে আন্দোলন শুরু করবে বলে জানা গেছে।


শর্টলিংকঃ