- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল ইসলাম (২৯) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে পাটগ্রামের ম্যাচেরঘাট সীমান্তের ৮০২ ও ৩ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। আসাদুল ইসলাম উপজেলার বাউঢ়া ইউনিয়নের নবীনগর এলাকার নাউয়ার ভিটা গ্রামের কাদমার ছেলে।

বিএসএফ

রংপুর ৫১ বিজিবির লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে ওই সীমান্তে গুলির গুলির শব্দ পেয়েছি। তবে তিনি মারা যাওযার বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেননি।

বাউঢ়া ইউনয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ দুলাল বসু মিয়া যুগান্তরকে জানান, সীমান্তের ওই পারে লাশ পড়ে আছে এ কথা শুনেছি। কিন্তু আমি এখনো চোখে দেখিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাংলাদেশি একটি চোরাকারবারি দল উপজেলার বাউরা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া সানিয়াজান নদীর ভারতীয় অংশে কাঁটাতারের এলাকায় গরু পারাপার করতে গেলে ভারতের কুচলিবাড়ি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আসাদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিএসএফ ঘটনাস্থল থেকে ৮টি গরু উদ্ধার করে। পরে উদ্ধারকৃত গরু ও আসাদুলের মরদেহ নিয়ে যায় তারা।