Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পানিপথে জঙ্গি হামলার আশঙ্কা, মুম্বাইয়ের উপকূলে হাই অ্যালার্ট


আগামীকাল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাই অ্যালার্ট জারি করা হল দেশটির অন্যতম প্রধান শহর মুম্বাইয়ের উপকূলে। ২৬/১১’র ধাঁচে পানিপথে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা নিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

জানা গেছে, পূর্ব ও পশ্চিম উপকূলে কোনওরকম সন্দেহজনক গতিবিধি দেখলেও তৎ‍‌ক্ষণাৎ‍‌ খবর দেওয়ার জন্য বলা হয়েছে শহরের পুলিশকে। এক কর্মকর্তা জানিয়েছেন, ‘দেশে উত্তেজনার পরিবেশ থাকায় উপকূল দিয়ে হামলার আশঙ্কা বেড়েছে। সেই জন্য চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে।’

আইসিজি’র নির্দেশ পেয়ে মুম্বাই পুলিশের বন্দর জোনের ডেপুটি কমিশনার রেশমী কারানদিকর জানান, রাতে সংবেদনশীল এলাকাগুলিতে প্যাট্রোলিং’র নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ৭০টি তীরে যেখানে জাহাজ এসে ঢোকে, সেখানে জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে। যাতে লুকিয়ে কেউ শহরে ঢুকতে না পারে।
এছাড়া ওই এলাকাগুলিতে যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিনিয়ত আবর্জনার স্তূপ সরিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে।


Exit mobile version