Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাবনার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে ভাড়ারার পার্শ্ববর্তী দোগাছী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।


পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আহমেদ তুহিন জানান, চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ‘সুলতান মাহমুদ খান একাধিক মামলার আসামি। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। সেই পরোয়ানার ভিত্তিতেই ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে সদর থানায় হস্থান্তর করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী টানা ২৫ বছরের চেয়ারম্যান পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান।

 


Exit mobile version