পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক ৪, খননযন্ত্রে আগুন


নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনা বেড়া উপজেলায় যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় চারটি খননযন্ত্র আগুনে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনকারী চারজনকে আটক করা হয়।


ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, দীর্ঘদিন ধরে বেড়া উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। এ অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধায় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় বেড়া উপজেলার পেঁচাকোলা ও মাছখালী ঘাটে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি খননযন্ত্র জব্দ করা হয়। পরে সেগুলো স্থানীয়দের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

একই সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী চারজনকে আটক করা হয় তারা হলো- আব্দুল হান্নান (২২), রাসেল হোসেন (৩৫), সোহেল রানা (২৫) ও দুলাল হোসেন (৩৭)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, অবৈধভাবে বালু উত্তলনকারীরা যত বড় ক্ষমতাধরই হোক না কেন, কাউকে ছেড়ে দেয়া হবে না। এ অভিযান নিয়মিত চলমান থাকবে।


শর্টলিংকঃ