Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাবনায় অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমানের স্পিরিট জব্দ


নিজস্ব প্রতিবেদক, পাবনা:
পাবনায় অবৈধ ভাবে বিক্রি হচ্ছে রেক্টিফাইট স্পিরিট (অ্যালকহল)। যা অনেকে মাদক হিসাবে ব্যবহার করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে।  পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে রেক্টিফাইট স্পিরিট অ্যালকহল পান করে অনেকের মৃত্যু হয়েছে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা সদর সার্কেল বলছে, অবৈধ রেক্টিফাইট স্পিরিট অ্যালকহল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তারা।

প্রতীকী ছবি

একাধিক সূত্র জানায়, পাবনায় একটি চক্র রেক্টিফাইট স্পিরিট (অ্যালকহল)। অবৈধ ভাবে আমদানী করে বাজারজাত এবং মানক সেবীদের কাছে বিক্রি করছে। যা পান করে মারা গেছে অনেকে। আবর একটি চক্র রক্টিফাইট স্পিরিট (অ্যালকহল) এর সাথে বিভিন্ন ক্যামিকেল ও রং মিশিয়ে নকল মদ তৈরী করে বিদেশী দামী ব্যান্ডের নাম ব্যবহার করে বাজারে বিক্রি করছে। যা পান করে মারা যাচ্ছে অনেকে। আর অনেক মানক সেবীরা সরাসরি রক্টিফাইট স্পিরিট (অ্যালকহল) পাণ করছে। যা পান করে ইতোপূর্বে পাবনার ঈশ্বরদীসহ দেশের বিভিন্ন জেলায় বহু মানুষ মারা গেছে অন্ধত্ব বরন করেছে অনেকে।

বিভিন্ন সূত্রে জানাগেছে, গেল ১২ এপ্রিল ঈশ্বরদীর স্থানীয় এক হোমিও ঔষধ বিক্রেতার কাছ থেকে রেক্টিফাইট স্পিরিট (অ্যালকহল) কিনে পান করে ওহিদুর রহমান সজল ও রাজু হোসেন নামের দুইজনের মৃত্যু হয়। সর্ব শেষে গত মে মাসে দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিষাক্ত স্পিরিট পানে স্বামী-স্ত্রীসহ নয়জনের মৃত্যু হয়। তার আগে গত বছরের সেপ্টেম্বর মাসে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় স্পিরিট পান করে ছয়জনের মৃতু হয়। এর আগে রাজশাহী পবায় দুইজনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে প্রাণে বেঁচে গেলেও তিনি অন্ধ হয়ে গেছেন।

তবে দেরীতে হলেও অবৈধ ভাবে রেক্টিফাইট স্পিরিট (অ্যালকহল) বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর (পাবনা সদর সার্কেল)। গত ২৮ মে পাবনা শহরের শালগাড়িয়া এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মজুদকৃত ১৭’শ৫০ লিটার রেক্টিফাইট স্পিরিট (অ্যালকহল) উদ্ধার করে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল।

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর (পাবনা সদর সার্কেরের) ইন্সেপেক্টা আব্দুল মান্নান জানান, পাবনায় রেক্টিফাইট স্পিরিট (অ্যালকহল) আমদানি বা ব্যবহারের জন্য চারটি প্রতিষ্ঠানের অনুমোদ রয়েছে। শর্ত অনুযায়ী অনুমোদিত প্রতিষ্ঠান রেক্টিফাইট স্পিরিট (অ্যালকহল) বাইরে খোলা বাজারে বিক্রি করতে পারবে না। যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান অবৈধ উপায়ে রেক্টিফাইট স্পিরিট (অ্যালকহল) আমদানি করে ব্যবহার বা মজুদ করে। খবর পেলেই সেখানে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


Exit mobile version