পাবনায় উৎসাহ-উদ্দীপনায় বড়দিন পালিত


পাবনা প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনে পাবনায় পালিত হয়েছে খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। বড়দিন উদযাপন উপলক্ষ্যে পাবনার সকল গীর্জা আলোকসজ্জা করা হয়। বাড়িতে বাড়িতে ক্রিসমার্স ট্রি সাজানো, গোশালা তৈরী, পিঠা তৈরী সহ নানা আয়োজনে খ্রীস্টান বাড়ি গুলো হয়ে উঠে উৎসবমুখর।

পাবনায় উৎসাহ-উদ্দীপনায় বড়দিন পালিত
পাবনায় উৎসাহ-উদ্দীপনায় বড়দিন পালিত

বড়দিনের দিন পাবনা ব্যাপ্টিস্ট চার্চে সকাল নয়টায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থণা। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিস্ট চার্চের পালক মি. ইসাহাক সরকার। প্রার্থনায় দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রার্থণা শেষে বড়দিনের কেক কাটা হয়। কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি, সাংস্কৃতি ব্যাক্তিত্ব প্রলয় চাকীসহ অনেকে।

অন্যদিকে দুপুরে পাবনা ব্যাপ্টিস্ট চার্চ পরির্দশনে আসেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম,পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

 


শর্টলিংকঃ