Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাবনায় কমতে শুরু করেছে পদ্মার পানি


নিজস্ব প্রতিবেদক, পাবনা :

পাবনায় কমতে শুরু করেছে পদ্মা আর স্থিতিশীল অবস্থায় রয়েছে যমুনা নদীর পানি। পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানায়, শনিবার থেকে কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি।

সকালে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি শুক্রবারের তুলনায় ০.০২ সেন্টিমিটার কমে বিপদ সীমার ২. ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত শুক্রবার যা ছিল ২.২৯ সেন্টিমিটার।

এদিকে স্থিতিশীল অবস্থায় রয়েছে যমুনা নদীর পানি। শুক্রবার ও শনিবার একই অবস্থায় রয়েছে যমুনা নদীর পানি। শনিবার সকালে যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টে বিপদ সীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবারও ছিল একই অবস্থায়। ইতোমধ্যে ডুবে গেছে নদী সংলগ্ন এলাকা গুলো। আর গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি না পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে নদী পাড়ের মানুষদের মাঝে।

আরও পড়তে পারেন  শিবগঞ্জ সীমান্তে কৃষককে গুলি করে হত্যা করল বিএসএফ


Exit mobile version