- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

পাবনায় করোনা সন্দেহে যুবক, হোম কোয়ারেন্টিনে ৯ স্বাস্থ্যকর্মী


পাবনা প্রতিনিধি:

পাবনায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হতে আসা এক যুবককে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তার শরীরে ভাইরাস সংক্রমণ হয়েছে কিনা নিশ্চিত হতে আইইডিসিআর কে পরীক্ষার জন্য জানানো হয়েছে। সেই সাথে তার সংস্পর্শে আসা ৯ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

হোম কোয়ারেন্টিন

পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল জানান, সর্দি, জ্বর, ও শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার ২২ বছরের এক যুবক বুধবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হতে আসেন। হাসপাতালের চিকিৎসক ডাঃ আবু সালেহ মোহাম্মদ তাকে পরীক্ষা এবং উপসর্গ দেখে তাকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ করেন। তাৎক্ষনিক ভাবে তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি আইইডিসিআরে জানানো হয়েছে। এদিকে চিকিৎসক আবু সালেহসহ ঐ রোগীর সংস্পর্শে আসা ৯ জন স্বাস্থ্যকর্মীকেও কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে বিদেশ ফেরত ৬৫ জনকে খুঁজছে পুলিশ

সিভিল সার্জন আরো জানান, সন্দেহজনক হিসাবে তাকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বিদেশ ফেরত নয়, এমনকি বিদেশ থেকে আসা কারো সংস্পর্শে তার যাবার নজির নেই।