Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ


নিজস্ব প্রতিবেদক:

পাবনা প্রতিনিধি পাবনার বেড়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন জনসহ ৬ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বেড়া উপজেলার সদরের শেখ পাড়ার আবু শেখের বাড়ির সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে পাশ্ববর্তী জাহাঙ্গীর হোসেনের দোকান থেকে নতুন গ্যাস সিলিন্ডার বাসায় নিয়ে যান। ব্যবসায়ী জাহাঙ্গীর বাসায় গিয়ে পুরাতন সিলিন্ডার খুলে নতুন গ্যাস সিলিন্ডারের সাথে চুলোয় সংযোগ দেওয়ার সময়ে সিলিন্ডারে আগুন ধরে যায়।

সিলিন্ডারটি দ্রুত ঘরের বাইরে নিয়ে গেলে বিস্ফোরিত হয়। এতে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৫), আবু শেখ (৪৫), তার ছেলে কালাম শেখ (৩০), কালু শেখ (২৭), প্রতিবেশী আলহাজ্ব প্রামানিক (৬৫) ও শিশু নিতি অগ্নিদগ্ধ হয়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে ৫জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


Exit mobile version