Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাবনায় তিন ফার্মেসি মালিককে অর্থদণ্ড


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে হোমিও হল, ওষুধ ফার্মেসি এবং ডেন্টাল কেয়ার এর মালিককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেস মো. মাছুদুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করেন।

মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখায় ফার্মেসি মালিককে অর্থদন্ড

পৌর সদরের হাসপাতাল গেটে মোল্লা হোমিও হলকে দুই হাজার টাকা, তাসলিমা ডেন্টাল কেয়ারের চিকিৎসককে ১০ হাজার ও বাসস্ট্যান্ডে চলনবিল ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ সিরাপ ও ট্যাবলেট জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুদুর রহমান বলেন, ‘এটা প্রশাসনের নিয়মিত নজরদারির অংশ। আমরা প্রায়ই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে থাকে। মঙ্গলবার সদর হাসপাতাল গেট এলাকায় অভিযানে তিনটি দোকানে আমারা মেয়াদ শেষ হওয়া মেডিসিন পেয়েছি। আইন অনুযায়ী তাদেরকে শাস্তি দেয়া হয়েছে।’

আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। অভিযানকালে পাবনা ড্রাগ সুপারকে এম মুহসিনীন মাহবুবসহ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


Exit mobile version