Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাবনায় নিয়োগ পরীক্ষায় নকল, দুই প্রার্থীর জেল


নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনায় ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ‍শুক্রবার দুপুরে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা স্বাক্ষ্য প্রমান শেষে তাদেরকে সাজা দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ভেল্টাবাড়ি গ্রামের বাবলু হোসেনের ছেলে এরশাদুল ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কুনিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে বাইজিদ। এর মধ্যে এরশাদুলকে ১০ দিন ও বাইজিদকে চার দিন করে কারাদন্ড দেন বিচারক।

পাবনা স্থানীয় সরকারের উপ-পরিচালক সালমা খাতুন জানান, শুক্রবার সকালে পরীক্ষা শুরুর কিছু সময় পরে পাবনা জিলা স্কুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে এরশাদুল ও বাইজিদ নামের দুই পরিক্ষার্থীকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা স্বাক্ষ্য প্রমাণ শেষে তাদেরকে সাজা দেন। পরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।


Exit mobile version