পাবনায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, পাবনা:

প্রাচীন জেলা পাবনাতে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোড়ে সচেতন পাবনাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন দেওয়ান মাহবুব, কাজী বাবলা, শিশির ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আসাদ বাবু, লাবিব সুনাম, ওহিদুল ইসলাম, জীবন কুমার সরকার প্রমূখ।

বক্তারা বলেন দেশের প্রচীনতম এক জেলা পাবনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেক পুরোনো জেলা হলেও এখানে পিসিআর ল্যাব স্থাপন না হওয়াটা দু:খজনক। বর্তমানে করোনা সংক্রমনের হার বেড়েছে এ জেলায়। এখান থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠাতে হয়।

রিপোর্ট পেতে সময় লেগে যায় কয়েক সপ্তাহ। ফলে রিপোর্ট পেতে পেতে আরো বাড়ে সংক্রমন। যে কারনে মারাত্মক এক ঝুঁকির মাঝে পড়েছে পাবনাবাসী। বক্তারা প্রচীন এ জেলায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রধানমন্ত্রী,স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন ।


শর্টলিংকঃ