পাবনায় পুলিশের অভিযান নকল ট্যাক্স স্ট্যাম্পযুক্ত সিগারেট জব্দ


নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনার সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৫ হাজার ২’শ শলাকা অবৈধ ও নকল ট্যাক্স স্ট্যাম্পযুক্ত সিগারেট আটক করেছে সদর থানা পুলিশ।

পুলিশ এ সময় নকল ট্যাক্স স্ট্যাম্পযুক্ত সিগারেট বিক্রির অভিযোগে আক্তারুজ্জামান শিপন (৪২) ও মুনসুর আলম (৩৫) নামক দুই বিক্রয় কর্মিকে আটক করে।

সুত্র জানায়, পাবনা সদরের বিভিন্ন স্থানে ইসি গোল্ড, ইসি ব্ল্যাক এবং পদ্মা ফিল্টার কিংস নামক সিগারেট অবৈধ ও নকল ট্যাক্স স্ট্যাম্পযুক্ত সিগারেটগুলো বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজানের সার্বিক তত্বাবধানে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদের নেতেৃত্বে এসআই মাহাবুবসহ একদল পুলিশ শহরের দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ হাজার ২’শ শলাকা অবৈধ ও নকল ট্যাক্স স্ট্যাম্পযুক্ত সিগারেট আটক করে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান বলেন, এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এই সব অবৈধ ও নকল ট্যাক্স স্ট্যাম্পযুক্ত সিগারেটের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


শর্টলিংকঃ