Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাবনায় পুলিশের অভিযান নকল সিগারেট আটক


নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলসহ নিম্নমানের সিগারেট আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

জানাগেছে পাবনা সদর ও সাঁথিয়া বেড়া উপজেলাসহ জেলার ৯টি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে মনমোহন কোম্পানীর আসান গোল্ড ব্রান্ডসহ বিভিন্ন অখ্যাত কোম্পানীর ব্যান্ডরোল বিহীন নিম্নমানের সিগারেটে বাজার সয়লাব হয়ে গেছে। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।

এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সাঁথিয়া থানা পুলিশ সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারের বন্ধু ট্রের্ডাসে অভিযান চালিয়ে কিছু সংখ্যক নিম্নমানের ব্যান্ডরোল বিহীন সিগারেট আটক করে।

পরে উপজেলার ছাতক বরাট এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে ৫০ হাজার শলাকা নিম্নমানের সিগারেট আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিগারেটের ডিলাররা পালিয়ে যায়।

আটককৃত সিগারেটের মুল্যে প্রায় এক লক্ষ টাকা। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান সিগারেট আটকের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে সাঁিথয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই সব ব্যান্ডরোল বিহীন সিগারেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


Exit mobile version