পাবনায় প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, পাবনা:
পাবনায় প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিবন্ধীদের নিয়ে ব্যবসায়ীদের নেতৃবৃন্দের এক কর্মশালা পাবনা চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে ইউএসএইড এর এক্সপান্ডিং পার্টিসিপেশন অব পিপল উইথ ডিজএবিলিটি প্রোগাম এবং চেম্বার অব কমার্সের যৌত্র উদ্যোগে কর্মশালায় প্রতিবন্ধী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা চেম্বারের সহসভাপতি ফোরকান রেজা বাদশা। চেম্বাররের পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমানের সঞ্চালনায় কর্মশালা বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা চেম্বারের পরিচালক আলহাজ ফরিদুল ইসলাম, চেম্বারের পরিচালক মাসুদুর রহমান মিন্টু, সাজ্জাদ হোসেন বাচ্চু, মিরাজুল আলম রুবেলসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক। বক্তারা বলেন শিঘ্রই পাবনার প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে একজন করে প্রতিবন্ধী নিয়োগ দেওয়া হবে।


শর্টলিংকঃ