Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে দোল যাত্রা ও হলি খেলা অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধি:

পুণ্য দোল-পূর্ণিমা উপলক্ষ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম আবির্ভাব মহোৎসবের দ্বীতিয় দিন সোমবার বর্নাঢ্য দোল যাত্রা ও আবির খেলা অনুষ্ঠিত হয়েছে।

সকালে অনুকূল চন্দ্রের হিমাইতপুরধামে প্রার্থনা, জাতীয় ও সৎসঙ্গের পতাকা উত্তোলন শেষে ঠাকুর ভক্ত অনুসারীরা বর্নাঢ্য দোল যাত্রা বের করে। দোলযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের হিমাইতপুরধামে এসে আবির খেলায় মেতে উঠে। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ঠাকুর ভক্তরা যোগ দিয়েছে। এর আগে রোববার সন্ধায় তিনদিনের মহোৎসবের উদ্বোধন করেন পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সভাপতি ড. রবীন্দ্রনাথ সহ অনেকে। তিনদিনের উৎসব শেষ হবে মঙ্গলবার। উৎসব সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

 


Exit mobile version