Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাবনায় মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট


নিজস্ব প্রতিবেদক, পাবনা :
সড়ক দুর্ঘটনায় পাবনা মেডিকেল কলেজের ছাত্রী তানিজা হায়দার নিহতের প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে রোববারও বিক্ষোভ, অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

                                                                                   পাবনায় ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা পাবনা জিরো পয়েন্টে অবস্থান নেয়। এসময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী মাহফুজ নয়নসহ অনেকে। বক্তারা দূর্ঘটনার সাথে জড়িত ইজিবাইক ও ট্রাক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান।

পরে তারা ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রেরন করে। জেলা প্রশাসক জসিম উদ্দিন স্মারকলিপি গ্রহন করেন তাদের দাবী মেনে নেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনের দিন বিকেলে বন্ধুর মোটরসাইকেলে ঘুরছিলেন পাবনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের (৯ম ব্যাচ) এর মেধাবী ছাত্রী তানিজা হায়দার। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি ইজিবাইক মোটর সাইকেলকে ধাক্কা দিলে তানিজা ছিটকে পড়ে। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় তার বন্ধু।


Exit mobile version