Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাবনা এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন


পাবনা প্রতিনিধি:

পাবনা-রাজশাহী রুটে চলাচলকারী পাবনা এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
ন্বেচ্ছাসেবী সংগঠন শুভ সংঘের আয়োজনে সোমবার সকালে পাবনা শহরের সেন্ট্রাল গার্লস স্কুলের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পাবনা-ঢালারচর রেললাইন নির্মাণ করে বর্তমান সরকার। ২০১৮ সালে প্রাথমিকভাবে পাবনা-রাজশাহী রুটে পাবনা এক্সপ্রেস নামে একটি ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু সম্প্রতি পাবনা এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তন করে ঢালারচর এক্সপ্রেস নামকরণ করে রেল কর্তৃপক্ষ। যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পাবনাবাসী। তাই অতি স্বত্তর ট্রেনের নামটি পাবনা এক্সপ্রেস নামে পুনর্বহাল করার দাবি জানান বক্তারা। আগামী সাতদিনের মধ্যে নাম পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

এর আগে সকাল দশটায় একই দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে উত্তরণ সাহিত্য পরিষদ।

 


Exit mobile version