পাবনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, পাবনা :

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা এবং সকল কর্মকর্তা কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।


আজ (২ জুলাই) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের পাবনা জেলা শাখার সভাপতি মতিউর রহমান, কেন্দ্রীয় সহ মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, পাবনা পৌরসভার সভাপতি নুরুল আলম বিশ্বাস লিন্টু, কনজারভেন্সি এসোসিয়েশনের সম্পাদক হাসান উদ্দিন, জেলা কমিটির সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন।

মানবাবন্ধন চলাকালে বক্তারা বলেন, মৌলিক দাবি আদায়ের স্বার্থে যে কোন ধরনের কর্মসূচি পালনের জন্য তারা প্রস্তুত রয়েছেন। কর্মকর্তা ও কর্মচারীরা জনগনকে সেবা দেন, কিন্তু তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়া হচ্ছে না। তারা অবিলম্বে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।


শর্টলিংকঃ