Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পাসের হারে এবারও দেশসেরা রাজশাহী


নিজস্ব প্রতিবেদক :

এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও দেশসেরা হয়েছে রাজশাহী বোর্ড। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাস করেছে ৯১ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ পেয়েছে ২২হাজার ৭৯৫ জন।

শিক্ষার্থীদের উল্লাস

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনোয়ারুল হক প্রামানিক।

তিনি জানান, রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবার পরীক্ষা দিয়েছিল দুই লাখ চার হাজার ৮৩৫ জন শিক্ষার্থী আর পাস করেছে ১ লাখ ৮৬ হাজার ৮২৮জন। ছাত্রদের পাসের হার ৯০দশমিক ৪০ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৯২ দশমিক ৯৬ শতাংশ। তবে তবে একটি স্কুল থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আর শতভাগ পাস করেছে ৪৩১ টি স্কুলের পরীক্ষার্থীরা। রাজশাহী বোর্ডে এবার ২৬৪৬টি স্কুলের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।

 

এদিকে, আট বোর্ডের মধ্যে এবার রাজশাহী বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ, ঢাকায় ৭৯ দশমিক ৬২, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬, বরিশালে ৭৭ দশমিক ৪১, যশোর বোর্ডে ৯০ দশমিক ৮৮, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ ও দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ এবং সিলেটে ৭০ দশমিক ৮৩ শতাংশ ।


Exit mobile version