Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পিকনিকের বাস খাদে, কাশ্মীরে নয় ছাত্রীসহ ১১ শিক্ষার্থী নিহত


ইউএনভি ডেস্ক:

কাশ্মীরে পিকনিকের বাস খাদে পড়ে ৯ ছাত্রীসহ অন্তত ১১ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার শোফিয়ান জেলায় বাসটি গভীরখাদে পড়ে উল্টে গিয়ে তাদের মৃত্যু হয়। খবর তুরস্ক ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাকের।

শোফিয়ান জেলার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সালেম মালিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনায় সাতজনকে আহত অবস্থায় কাশ্মীরের শ্রীনগরের শ্রীমহারাজ হারি শিং হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পঞ্চ জেলা থেকে পিকনিকের উদ্দেশে মুগল সড়কে অবস্থিত দর্শনীয় স্থান ‘পির কি গালি’তে যাত্রাপথে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সুরাকোট এলাকার একটি বেসরকারি কম্পিউটার ইন্সটিটিউটের শিক্ষার্থী।

এসএমএইচএসের একজন সিনিয়র ডাক্তার আনাদলুকে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। মুগল সড়কটি কাশ্মীরের রাজৌরি ও পঞ্চ জেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এ সড়কটিতে শীতের সময় প্রচুর তুষারপাত হয়ে থাকে।


Exit mobile version