পুঠিয়ায় ইট বোঝাই ট্রলি উল্টে কিশোর নিহত


পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ইট বোঝাই ট্রলি উল্টে আল-আমিন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন। রোববার (০৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজবাড়ির সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে

নিহত আল-আমিন নাটোর সদর উপঝেলার সুলতানপুর গ্রামের মিলন আলীর ছেলে। সে ওই ট্রলির হেলপার হিসেবে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ জানান, নাটোরের আর.বি.আর ইট ভাটা থেকে ইট বোঝাই ট্রলিটি দুপুরে রাজশাহীর আড়ানী কালোহাটি এলাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে পুঠিয়া রাজবাড়ির সামনে ট্রলিটি হঠাৎ উল্টে দিঘীর মধ্যে পড়ে যায়।

এসময় ট্রলিতে থাকা হেলপার আল-আমিন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

ওসি সাকিল উদ্দিন বলেন, নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে মৃতদেহ হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


শর্টলিংকঃ