পুঠিয়ায় ট্রাক চালককে পেটালো পুলিশ : মহাসড়ক অবরোধ


পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় মহাসড়কের সাথে ট্রাক দাঁড় করানোর ঘটনায় রেজাউল করিম (৪০) নামের এক চালককে পিটিয়ে আহত করেছে ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় একঘন্টা ব্যাপি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। আহত ট্রাক চালক রেজাউল করিম চারঘাট উপজেলা এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।


প্রত্যক্ষদর্শী রমজান আলী বলেন, দুপুরের দিকে ওই চালক সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে রাখে। সে সময় ট্রাফিক পুলিশের সদস্যরা তাকে সড়কের পাশে ট্রাক না রাখতে নিদের্শ দেয়। নিদের্শ অমান্য করায় ট্রাফিক পুলিশরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। স্থানীয় লোকজন ওই চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

খবর পেয়ে শ্রমিকের বিক্ষুব্ধ সদস্যরা মহাসড়কের মাঝখানে ট্রাক দাঁড় করিয়ে যানবহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় ঘন্টা ব্যাপি অবোরধের কারণে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার যানজট হয়ে যায়। পবা হাইওয়ে পুলিশ (শিবপুরহাট ফাঁড়ি) ইনচার্জ ও উপপরিদর্শক জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা বন্ধ হওয়ার খবর পেয়ে আমরা তৎক্ষনিক ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি।


এ ব্যাপারে ট্রাফিক পুলিশের উপপরিদর্শকের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।


শর্টলিংকঃ