পুঠিয়ায় রেল লাইনে ১৮ দিনে দুই অজ্ঞাত লাশ উদ্ধার; এলাকা জুড়ে আতঙ্ক


পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া-বেলপুকুর ইউনিয়ন এলাকায় রেললাইনের পাশে গত ১৮ দিনে দু’জন অজ্ঞাতনামা নারী-পুরুষের লাশ উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় রেললাইনের আশে পাশের সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় লোকজন ধারনা করছেন, রাতের আধারে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিত ভাবে ওই অজ্ঞাত নারী-পুরুষ দু’জনকে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে যেতে পারে।

বেলপুকুর থানা সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোরে রেলগেটের কাছে স্থানীয় লোকজন (২৫) বছর বয়ষি এক যুবকের মাথা দ্বিখন্ডিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে জিআরপি (ঈশ্বরদী থানা) পুলিশের নিকট হস্তান্তর করেন। অপরদিকে গত ৯ ফেব্রুয়ারী প্রায় একই স্থানে (৩৫) বছর বয়ষি এক নারীর লাশ উদ্ধার করা হয়। যার নাম পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, গত কয়েক দিনের মধ্যে রেললাইনে দু’টি অজ্ঞাত লাশ উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মহাসড়কের খুব কাছাকাছি রেললাইনের ওপরএটা আত্নহত্যা নাকি পরিকল্পিত হত্যাকান্ডের শিকার তা খতিয়ে দেখা প্রয়োজন। রাতের আধারে নাম পরিচয় বিহীন মানুষের মৃত দেহ পড়ে থাকা রহস্যজনক।

এ ব্যাপারে বেলপুকুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, নিহতদের পরিচয় এখনো পর্যন্ত আমরা জানতে পারেনি। আমরা তাদের পরিচয় জানতে বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে ধারনা করছি রেললাইনে পড়ে থাকা মৃতদেহ দু’টি আত্নহত্যা হতে পারে। কারণ লাশের প্রাথমিক তদন্তে হত্যাকান্ড বা রহস্যর কোনো আলামত আমরা পাইনি। আর যেহুত রেললাইনের মামলা গুলো জিআরপি ঈশ্বরদী থানায় দেখভাল করছেন, তাই তারাই ভালো বলতে পারবেন।

আরো পড়তে পারেন ‘সালমানের মেয়ে ভক্তদের ফোন সহ্য হতো না সামিরার’


শর্টলিংকঃ