পুঠিয়ায় সরকারী গাছের আম লুট, আ’লীগ নেতার বিরুদ্ধে মামলাl


পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় সরকারী গাছের আম লুটের অভিযোগ উঠেছে ইউনিয়ন আ’লীগের সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় ওই নেতাসহ তার বড় ভাইয়ের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার বানেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।


থানার মামলা সূত্রে জানা গেছে, বানেশ্বর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও তার বড় ভাই আব্দুর রব মিলে ভূমি অফিসের গাছ থেকে প্রকাশ্যে আম লুট করে। এ ঘটনায় ইউনিয়ন ভূমি অফিসের কানুনগো আব্দুর লতিফ বাদি হয়ে ৯ জুলাই দু’জনের নামে মামলা দায়ের করেছে।

এ বিষয়ে ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, আমার বাড়ির সামনে ভূমি অফিসের একটি পুকুর আছে। পুকুরের সিমানা নির্ধারণী বিষয়ে তাদের সাথে একটু জটিলতা রয়েছে। তবে ওই পুকুর পাড়ে কয়েকটি আম গাছ রয়েছে। আর আম লুটের বিষয়ে আমি কিছুই জানি না।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বানেশ্বর ভূমি অফিসের গাছ থেকে আম পাড়ার অভিযোগে কানুনগো বাদি হয়ে দু’জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শর্টলিংকঃ