পুঠিয়ায় ২২ জনকে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা


পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মাঠে নেমেছেন পুলিশ-প্রশাসন। এসময় নির্দেশ অমান্য করায় ২২ জনকে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।সোমবার (১৪ জুন) সকালে উপজেলা সদর, রাজবাড়ি বাজার ও বানেশ্বর হাট এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ বলেন, প্রতিদিনের ন্যয় আজও জনসমাগম ও বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহারে অনিহা ও সামাজিক স্বাস্থ্য বিধি না মানায় ২২ জনকে দোষী সাব্যস্ত করেন ভ্রাম্যমান আদালত । এদের নিকট থেকে মোট ৩৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, ভ্রাম্যমান চলাকালিন সময় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচারনা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, অধিকাংশ লোকজন এই মহামারিতেও নির্দেশনা অমান্য করছেন। অধিকাংশ লোকজন অবাদ চলাচল করছেন। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে ও করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পুলিশ- প্রশাসন নিয়মিত মাঠে কাজ করছেন। আর আমাদের অভিযান অব্যাহত থাকবে।


শর্টলিংকঃ