পুঠিয়া থানার ওসি প্রত্যাহার


পুঠিয়া প্রতিনিধি:

বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজশাহীর পুঠিয়ায় থানার ওসি সাকিল উদ্দীন আহম্মেদকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওসি নিজে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হটাৎ করে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে দেয়া হয়েছে। আজকের মধ্যেই এখানে দ্বায়িত্ব বুঝিয়ে দিয়ে পুলিশ লাইনে যোগদান করতে হবে। তবে কি করণে প্রত্যাহার করা হয়েছে তা তিনি জানতে পারেননি বলে জানান।

থানার একটি সূত্র জানায়, প্রায় এক বছরের মত হয়েছে ওসি সাকিল উদ্দীন আহম্মেদ এই থানায় যোগদান করেছেন। যোগদানের পর বর্তমান ক্ষমতাসীন দলের সাংসদের ভাই পরিচয়ে এই এলাকায় একক ক্ষমতার অধিকারী হিসাবে প্রকাশ্যে জাহেরী করতেন। ক্ষমতার দাপটে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছিলেন তিনি।

এ বিষয়ে স্থানীয় কিছু লোকজন বিভিন্ন সময় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট নালিশ করেছেন। এর জের ধরে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে তিনি প্রত্যাহার হলেও এই মূর্হুতে নতুন কোনো ওসি এখানে আসছেন না।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিনুল ইসলাম ইনচার্য হিসাবে দ্বায়িত্ব পালন করবেন।


শর্টলিংকঃ