পোরশা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :

নওগাঁর পোরশা সীমান্তের ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ’র গুলিতে সুভাষ রায় (৩৭) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) ভোররাতে পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকায় ভারতের আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা সুভাসকে গুলি করে হত্যা করে।

নিহত সুভাষ জেলার পোরশা উপজেলার তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে। পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নওগাঁ বিজিবির  ১৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল ইসলাম জানান, ভোরে চোরাইপথে ভারতীয় গরু আনতে সীমান্তে যান বাংলাদেশী একদল রাখাল। এসময় তাদের লক্ষ্যকরে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছে সুভাষ রায়।

এর আগে গত ২৩ জানুয়ারি পোরশা উপজেলার নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়। নিহতরা হলো- বিষুপুর দিঘীপাড়া পোরশা এলাকার মৃত খোদা বক্সের ছেলে মফিজ উদ্দিন, বিষুপুর বিজলী পাড়া এলাকার শুকড়া উড়াওয়ের ছেলে সনজিত উড়াও (২৪), বিষুপুর কাটাপুকুর এলাকার মৃত জন্নুর রহমানের ছেলে কামাল হোসেন (২০)।


শর্টলিংকঃ