Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

প্যাংগংয়ে মুখোমুখি অবস্থানে ভারত-চীন, দিল্লিতে জরুরি বৈঠক


ইউএনভি ডেস্ক:

কিছুদিন শান্ত থাকার পর লাদাখের প্যাংগং লেক এলাকায় আবারও ভারত-চীনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্যাংগং লেকের দক্ষিণে চীনা বাহিনীকে সরিয়ে অবস্থান নেয়ার কথা ঘোষণা করেছে ভারত। অন্যদিকে ভারতীয় বাহিনীর পদক্ষেপ রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে চূড়ান্তভাবে আঘাত করেছে বলে জানিয়েছে চীন।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সোমবার ভারত-চীন কমান্ডারদের যখন বৈঠক চলছিল, তখন ফের উস্কানিমূলক কার্যকলাপে লিপ্ত হয় চীনা সেনারা। কিন্তু ভারতীয় বাহিনী এর কঠিন জবাব দিয়েছে।

সেনা সূত্রে আনন্দবাজার জানিয়েছে, শনিবার রাত এবং রোববার সকালে দফায় দফায় সংঘর্ষের পরে দু’পক্ষের আলোচনা শুরু হলেও এখনও উত্তেজনা রয়েছে। চীনা বাহিনী বিতর্কিত এলাকায় আর্মড রেজিমেন্ট মোতায়েন করায় একই পদক্ষেপ করেছে ভারতীয় সেনাও।

বেশ কিছু এলাকায় দু’দেশের ট্যাঙ্ক বাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে বলেও জানায় সংবাদমাধ্যমটি। এদিকে প্যাংগং পরিস্থিতি পর্যালোচনার জন্য মঙ্গলবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নরভণে বৈঠকে উপস্থিত ছিলেন।


Exit mobile version