প্যারাগুয়েকে হারিয়ে সেমিতে ব্রাজিল


ইউএনভি ডেস্ক :

এই নিয়ে তৃতীয়বার কোপার টাইব্রেকারে ব্রাজিল-প্যারাগুয়ের ম্যাচের মীমাংসা হয়! এর আগে ২০১১ ও ২০১৫ সালে টাইব্রেকারে হেরে প্যারাগুয়ের কাছে কোয়ার্টার থেকেই বিদায় নেয় ব্রাজিল। তবে এবার ঠিক ভাগ্য খুলেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের! পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে দুবারের চ্যাম্পিয়নদের হারিয়ে কোপার সেমিতে চলে গেল তিতের ছেলেরা।

এই নিয়ে কোপাতে ৩১ ম্যাচে মুখোমুখি হলো ব্রাজিল-প্যারাগুয়ে। যেখানে পেলের অনুজরা জিতেছে ১৪টিতে, হেরেছে সাত ম্যাচ, আর ড্র হয়েছে বাকি দশ ম্যাচ।

শুক্রবার (২৮ জুন) ভোর সাড়ে ছয়টায় পোর্তো অ্যালেগ্রের অ্যারেনা ডো গ্রেমিওতে শুরু হওয়া ম্যাচের প্রথমদিকে ব্রাজিল আক্রমণাত্মক খেললেও সেই ছন্দ প্রথমার্ধের বাকি সময় ধরে রাখতে পারেনি। বিরতির আগে উল্লেখযোগ্য কোনো সুযোগ পায়নি দলটি। ফলে দুদলের খেলা শেষ হয় গোল শূন্যতে।

এর আগে দুইবার ট্রাইব্রেকারে প্যারাগুয়ের কাছে বিদায় নেওয়াতে ম্যাচে গোলের খোঁজে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে। ব্রাজিলের চাপ সামলে উঠতেই হিমশিম প্যারাগুয়ের বিপদ আরও বাড়ল ম্যাচের ৫৪তম মিনিটে। ফাবিয়ান বালবুয়েনা তাদের ডি-বক্সের মুখে রবের্তো ফিরমিনোকে ফাউল করলে প্রথমে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। পরে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত পাল্টে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি বেঁচে গেলেও ডিফেন্ডার বালবুয়েনাকে দেখান সরাসরি লাল কার্ড।

দ্বিতীয়ার্ধের বাকি সময় গোলের খোঁজে চেষ্টা করেও ব্রাজিল সাফল্য পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে এবার ব্রাজিলের ভাগ্য খুলে যায়!

পেনাল্টি শুট আউটে ব্রাজিলের পক্ষে প্রথম তিন শটে লক্ষ্যভেদ করেন উইলিয়ান, মার্কিনিয়োস ও ফিলিপে কৌতিনহো। অন্যদিকে, প্যারাগুয়ের পক্ষে ডিফেন্ডার গুস্তাভো গোমেস প্রথম শট মিস করলেও মাঝের তিনটি শটে লক্ষ্যভেদ করেন মিগেল আলমিরোন, ব্রুনো ভালদেস ও মাতিয়াস রোহাস।

তবে লিভারপুলের তারকা রবের্তো ফিরমিনো গোল করতে ব্যর্থ হলে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। এরপর প্যারাগুয়ের শেষ শটে গনসালেস লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ম্যানসিটি তারকা গাব্রিয়েল জেসুসের নিখুঁত শটে শেষ চারের টিকেট নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।

এই জয়ে দীর্ঘ এক যুগ পর কোপার সেমিতে ব্রাজিল, তাও নিজেদের মাটিতে। সব ঠিক থাকলে শেষ চারেই তাদের প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা। সেজন্য ২৯ জুন (শনিবার) বাংলাদেশ সময় রাত ১টায় টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের দিকে নজর রাখতে হবে। কেননা সেমি-ফাইনাল নিশ্চিত করতে আজ রাত ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। নকআউট পর্বের এই ম্যাচে ফেভারিট মেসিরা। এখন দেখার বিষয় ম্যাচের ফলাফল কি হয়!


শর্টলিংকঃ