প্রকাশনা উৎসব: কবি আহম্মদ হোসেন বাবু’র ‘আত্মার আলো আত্রাই’


নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা সদরে আমেরিকা প্রবাসী কবি আহম্মদ হোসেন বাবু’র “ আত্মার আলো আত্রাই” কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় পত্নীতলা উপজেলা সদরে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাতীয় সংসদের সাবেক হুইপ এ্যাড. শহিদুজ্জামান সরকার এমপি।

নজিপুর সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ময়েজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই প্রকাশনা অনুষ্ঠানে পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, রাজশাহী কবি কুঞ্জের সাধারন সম্পাদক আরিফুল হক কুমার, কবি লেখক ও গবেষক বিলু কবির, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের উপ-পরিচালক কবি কামরুল বাহার আরিফ, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, কবি আতাউল হক সিদ্দিকী, কাবগ্রন্থের প্রকাশনা প্রতিষ্ঠান গ্র্যাফোসম্যান পাবলিকেশন ঢাকা’র স্বত্ত্বাধিকারী অফাব্দুর রউফ, সাবেক অধ্যক্ষ কবিন ও লেখক আবুল হায়াত মোঃ ইসমাইল, কুমিল্লা ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র কলেজের অধ্যক্ষ কবি আলমগীর মালেক, স্থানীয় উদয়ন সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর প্রফেসর সৈয়দ মোজাম্মেল হক, প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ লতিফুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা কবি মজিদা আক্তার বিথী, কবি আহম্মদ হোসেন বাবু এবং আবু হেনা মোস্তফা কামাল আলোচনা করেন।

এ অনুষ্ঠানে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, ধামইরহাট উপজেলার সাবেক চেয়াম্যান মোঃ দেলদার হোসেন, নজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নুরুদ্দিন, অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নবির উদ্দিন, পত্নীতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারাম্যান মোছাঃ খাদজাতুন কোবরা মুক্তা, এ্যাড. সুলতান আহম্মেদ এনামুল হক তোতা, উদয়ন সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারন সম্পাদক মোঃ মেজবাহুল হকসহ রাজশাহী, নওগাঁ ও পত্নীতলার বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

পরে কবি আহম্মদ হোসেন বাবু একক কবিতা আবৃত্তি করেন। সব শেষে বেশ কয়েকটি রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়।


শর্টলিংকঃ