Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

‘প্রতারণা’র শিকার হাসান আজিজুল হক


নিজস্ব প্রতিবেদক :

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসরুর আরেফিনের ‘আগস্ট আবছায়া’ উপন্যাসের বইটি এবার একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশ করা হয়েছে। যার কাটতি বাড়াতে মলাটের পেছনে খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘ফ্ল্যাপ বা প্রশসংনীয় মন্তব্য’ যুক্ত করার আপ্রাণ চেষ্টা করেছিলেন লেখক। দেখিয়েছিলেন অর্থের প্রলোভনও।

তবে পাণ্ডুলিপি নাড়াচাড়া করে তা ‘আদৌ উপন্যাস নাকি বিদেশি গ্রন্থের বমনমাত্র’ তা বুঝেই উঠতে পারেননি কথাসাহিত্যিক। ফলে দেননি কোনো ফ্লাপও। অথচ প্রকাশিত বইয়ে তাঁর নামে ‘ভুয়া প্রশংসাবাণী’ ছাপিয়ে দেয়া হয়েছে। যা ভয়ংকর প্রতারণার সামিল বলে অভিযোগ তুলেছেন হাসান আজিজুল হকের।


Exit mobile version