Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

প্রধানমন্ত্রীই চূড়ান্ত করবেন বিরতিহীন ট্রেনের নাম


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী থেকে ঢাকা চলাচল শুরু করতে যাওয়া বিরতিহীন আন্তঃনগর ট্রেনের নাম চূড়ান্ত হবে দুই একদিনের মধ্যেই। এই ট্রেন নিয়ে বাকি প্রস্তাবনাগুলোও শিগগির চূড়ান্ত করা হবে।

রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজধানীতে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় ট্রেনটির প্রস্তাবিত নামসহ আনুষাঙ্গিক বিষয়াবলী নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তারা।

মেয়র লিটন জানান, প্রস্তাবিত নামগুলো প্রধানমন্ত্রীকে অবগত করে এসময় তার কাছ থেকে মতামত চাওয়া হয়। এছাড়া আনুসাঙ্গিক বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী দু’একদিনের মধ্যে এ ব্যাপারে তার মতামত দিলে ট্রেনটির নাম চূড়ান্ত করা হবে।

এ সময় বিজিএমইএ’র প্রথম নারী সভাপতি রুবানা হকও সেখানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দীর্ঘদিনের দাবি পূরণে পয়লা বৈশাখ থেকে রাজশাহী-ঢাকা একটি বিরতিহীন ট্রেন চালুর প্রস্তুতি নিয়েছে সরকার


Exit mobile version