Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

প্রাথমিক স্কুলের সময় কমিয়ে আনার দাবি সংসদে তুললেন এমপি এনামুল


নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময় কমিয়ে আনার দাবি জানিয়েছেন রাজশাহী চার বাগমারা আসনের সরকার দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ।

 

মঙ্গলবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি বলেন, প্রাথমিক স্কুল গুলোতে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ছয় ঘন্টা পাঠদান কার্যক্রম চলে। এই দীর্ঘ সময় শ্রেণিকক্ষে শিশু শিক্ষার্থীরা কাহিল হয়ে যায়। ফলে অনেক সময় ক্লান্ত হয়ে শিক্ষার্থীরা স্কুলের মাঠে চলে আসে। এই দশা থেকে মুক্তি পেতে তিনি স্কুলের সময় কমিয়ে আনা হবে কি না?

তার এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, স্কুল গুলোতে বর্তমানে শ্রেণিকক্ষের সংকট রয়েছে তবে এর সমস্যা সমাধানে ইতোমধ্যে মন্ত্রণালয়ে সভা হয়েছে। শিগগিরই প্রাথমিক স্কুলগুলোর সময় কমিয়ে আনা হবে বলে জানান। এ সময় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। এ অধিবেশন ১১ জুলাই পর্যন্ত চলবে। এ অধিবেশনে বৃহস্পতিবার (১৩ জুন) ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।


Exit mobile version