প্রয়াণ দিবসে নৃত্যগুরু স্মরণে আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক :
স্বাধীনতা পদক প্রাপ্ত নৃত্যগুরু ওস্তাদ বজলার রহমান বাদল’র প্রথম প্রয়াণ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগরীর মকবুল হলদারের মোড়ের ছোটপুকুরস্থ ভঙ্গী নৃত্য শিল্পালয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নৃত্যগুরুর স্মরণে রাজশাহীর তরুণদের নৃত্য চর্চা কেন্দ্র ‘ভঙ্গী নৃত্য শিল্পালয়’ এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনায় সভায় সভাপতিত্ব করেন, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সহসভাপতি মো. রনি ইসলাম। সভা পরিচালনা করেন, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক মো. রবিন শেখ। আলোচনা সভায় নৃত্যগুরু বজলার রহমানের জীবনী ও আমাদের শিক্ষনীয় দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, তরুন সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি তরুণ নেতা শামীউল আলীম শাওন।

সভায় আলোচকগণ বলেন, ‘জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন রাজশাহীর নৃত্যগুরু ওস্তাদ বজলার রহমান বাদল। তিনি রাজশাহী তথা সমগ্র উত্তরবঙ্গের অহংকার। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর তাকে ‘ইয়াং বয়’ বলেও সম্বোধন করেছেন।’

রাজশাহীর এ প্রবীণ নৃত্য শিল্পী তার জীবনদশায় শুধুই সংস্কৃতি (নৃত্য) চর্চা ছাড়া আর কিছুই করেন নি। তার নিজের ভিতরে থাকা প্রতিভাগুলোকে অন্যের মাঝে বিলিয়ে গেছেন। ‘৯৪ বছর বয়সেও প্রবীণ এ নৃত্যগুরুর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সরব উপস্থিতি দেখা মিলেছে বলে উল্লেখ করেন আলোচকগণ। তারা আরো বলেন, ‘তার জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ। সুস্থ ধারায় সংস্কৃতিক চর্চা করে সমাজের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকা যায়।’

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া বিনতে রশীদ বর্ষা, নৃত্য প্রশিক্ষক জেবি বিপ্লব, প্রশিক্ষনার্থী পিয়াস শেখ প্রমূখ।

প্রসঙ্গত, নৃত্যগুরু বজলার রহমান বাদল ১৯২৩ সালের ১৮ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলা শহরে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের ২৩ মার্চ বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় সর্বচ্চো সম্মাননা ‘স্বাধীনতা পদক’ প্রদান করে। আজ ১৯ আগষ্ট, নৃত্যগুরু বজলুর রহমান বাদলের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০১৮ বছরের এই দিনে ৯৫ বছর বয়সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজশাহীর গুণী এই শিল্পী।


শর্টলিংকঃ