ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত : রাজশাহীতে বন্যার আশঙ্কা


নিজস্ব প্রতিবেদক:

ভারতের উত্তর প্রদেশ ও বিহারে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারনে ফরাক্কা বাঁধের সবক’টি লকগেট একসঙ্গে খুলে  দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এর জেরে  রাজশাহীতে বন্যার আশঙ্কা করছেন অনেকেই। সোমবার দুপুরে  ফরাক্কা ব্যারেজের ১০৯টি লকগেটই খুলে দেয় কর্তৃপক্ষ। যার জেরে পদ্মা নদীতে বেড়েছে পানি আর এতে তৈরি হয়েছে   বন্যার  সম্ভাবনা। 

ইতমধ্যেই কয়েক সেঃ মিঃ পানি বেড়েছে পদ্মায়। ফারাক্কা বাধের সবকটি গেট খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক সৈয়দ সাহিদুল আলম ইউনিভার্সাল২৪নিউজকে জানিয়েছেন, ফারাক্কা উজান থেকে পদ্মায় আসা পানিতে এ অঞ্চলে বন্যা হতে পারে এর জন্য আগাম সর্তকতা নেয়া হয়েছে।

এদিকে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের রিডার এনামুল হক জানিয়েছেন আজকে সকাল ৬টায় রাজশাহীতে পদ্মায় পানি ছিল ১৭দশমিক ৯০ সেন্টিমিটার‌ সারাদিনে তা বেড়ে সন্ধ্যা ৬ টায় ১৮দশমিক ০১ সেন্টিমিটার হয়। তিনি বলছেন, দু-একদিনের মধ্যেই পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। রাজশাহী পদ্মার পানির বিপদসীমা ধরা হয় ১৮দশমিক ৫০ সেন্টিমিটার।

 


শর্টলিংকঃ