ফার্মেসিতে সেকলো ক্যাপসুলের নামে বিক্রি হচ্ছে ময়দার দানা!


ইউএনভি ডেস্ক:

মোড়ক দেখে কারও বোঝার উপায় নেই ক্যাপসুলগুলো নকল। দেখতে স্কয়ার ফার্মার তৈরি সেকলো-২০ ক্যাপসুলের মতো হলেও আসলে ভেতরে ময়দার দানা। চট্টগ্রামের হাটহাজারীতে একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে সেকলো-২০ ক্যাপসুলের আদলে বানানো ২২৯ পাতা নকল ক্যাপসুল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার আলম ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

নকল ক্যাপসুল
নকল ক্যাপসুল

মো. রুহুল আমিন বলেন, গতকাল সন্ধ্যায় একজন ফেসবুক ইনবক্সে নকল সেকলো ক্যাপসুল বিক্রির বিষয়টি আমাকে জানায়। অভিযোগ পেয়ে প্রথমে দুই ফার্মেসি থেকে দুই ধরনের সেকলো কিনে বাসায় নিয়ে এসে পরীক্ষা করলাম। আসল সেকলোর দানাগুলো ছোট ছোট। ক্যাপসুলের গায়ে স্কয়ার লেখা আছে। দানাগুলো তিতকুটে ধরনের স্বাদ। আর নকল সেকলোর দানাগুলো হোমিওপ্যাথিক দানার সাইজ। ক্যাপসুলের গায়ে স্কয়ার লেখা নেই। দানাগুলোর স্বাদ ময়দার মতো। পরে আজ সকালে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে ২২৯ পাতা সেকলো ক্যাপসুল জব্দ করি। এর মধ্যে ২২৪ পাতা ওষুধই ছিল নকল। মূলত বাজারে গ্যাস্ট্রিকের ওষুধের চাহিদা বেশি থাকায় অসাধু ব্যবসায়ীরা নকল সেকলো বাজারজাত করছে। এসব নকল ওষুধ জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তিনি আরও বলেন, ওই ফার্মেসিতে অভিযানে প্রায় এক লাখ টাকার সরকারি ওষুধও পাওয়া গেছে। অভিযানের খবর পেয়ে ফার্মেসি মালিক পালিয়ে গেছেন। আমরা ফার্মেসিটি বন্ধ করে দিয়েছি। মালিককে ধরতে অভিযান চলছে।


শর্টলিংকঃ