ফিলিপাইনের জালে ১০ গোল বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক :

বাংলাদেশের নারী ফুটবলারদের বিস্ময়কর যাত্রা চলছেই। এবার মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বেও চমক দেখাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফিলিপাইনকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে তহুরা, শামসুন্নাহাররা।

ফিলিপাইনের বিপক্ষে ম্যাচটি খেলার আগে অবশ্য কিছুটা চিন্তিত ছিল টিম ম্যানেজম্যান্ট। কারণ এই দলটির বিপক্ষে এর আগে কখনোই মাঠে নামেনি নারী ফুটবলাররা।

কিন্তু খেলা শুরু হতেই উবে যায় সেই দুশ্চিন্তা। শুরু থেকে শেষ অব্দি দারুণ দাপটে জয় তুলে নেয় দল।

একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দেয় বাংলাদেশ দল। হ্যাটট্রিক করেন তহুরা খাতুন।

দুটি করে গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র আর অনুচিং। সিনিয়র শামসুন্নাহার, নীলা ও মারিয়া মান্ডা করেন একটি করে গোল।

ফিলিপাইনের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ মূল পর্বে উঠার পথে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ১ মার্চ লড়বে স্বাগতিক মিয়ানমার আর শেষ ম্যাচে ৩ মার্চ প্রতিপক্ষ চীন।

এই গ্রুপে রানার্স আপ হলেই সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।


শর্টলিংকঃ