Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ফেইসবুকের বিরুদ্ধে ৫২৯ বিলিয়ন ডলারের মামলা


ইউএনভি ডেস্ক:

ফেইসবুকের বিরুদ্ধে ৫২৯ বিলিয়ন ডলারের মামলা করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির গোপনীয়তার আইন ভঙ্গ করেছে বলে ফেইসবুকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

২০১৮ সালে ‘ক্যামব্রিজ অ্যানালাইটিকা স্ক্যান্ডাল’ শীর্ষক ডেটা কেলেঙ্কারির ঘটনার জেরে এই জরিমানা আদায়ের মামলা করা হয়।অস্ট্রেলিয়ান ফেডারেল কোর্টের তথ্য মতে, ২০১৪ সালের মার্চ থেকে ২০১৫ সালের মে পর্যন্ত প্রায় সোয়া তিন লাখ অস্ট্রেলিয়ান নাগরিকের ব্যক্তিগত তথ্য ‘ডিজিটাল লাইফ’ অ্যাপের মাধ্যমে বেহাত হয়।

অধিকাংশ ভুক্তভোগীদের অভিযোগ, তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে এই অ্যাপ ইনস্টল করেননি। আর এর জন্য ফেইসবুক দায়ী।চুরি হওয়া এসব তথ্য পরবর্তীতে ব্রিটিশ রাজনৈতিক পরামর্শ প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালাইটিকা’র কাছে বিক্রি করা হয়।

প্রতিষ্ঠানটি এসব তথ্যের ভিত্তিকে অস্ট্রেলিয়ার রাজনৈতিক ব্যক্তিদের প্রোফাইল করে।অস্ট্রেলিয়ান ইনফরমেশন কমিশনের অভিযোগ, ফেইসবুক তথ্য সংশ্লিষ্ট এ অন্যায় কাজ প্রতিহতের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে; যা দেশটির ‘প্রাইভেসি অ্যাক্ট ১৯৮৮’-এর লঙ্ঘন।


Exit mobile version