Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ফের ১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী


ইউএনভি ডেস্ক:

ফের ১০ টাকার টিকিট কেটে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ৯টার দিকে টিকিট কেটে তিনি নিয়মিত চক্ষু পরীক্ষা করান।জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পরিচালক অধ্যাপক গোলাম মোস্তাফা এ কথা জানিয়েছেন।

এর আগে গত ২৯ আগস্ট একই হাসপাতালে লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ দেখান প্রধানমন্ত্রী।গোলাম মোস্তাফা বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত চক্ষু পরীক্ষার অংশ হিসেবে আজ নিজে টিকিট কেটে ডাক্তার দেখিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. অধ্যাপক মোদাচ্ছির আলী ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক কাজী দীন মোহাম্মদ নুরুল হক ও তিনিসহ তিন চিকিৎসক প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের সাবেক ডিন এবিএম আব্দুল্লাহ।


Exit mobile version